স্টাফ রিপোর্টার : সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া গ্রামীণফোন ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি একই পরিমাণ লভ্যাংশ দিয়েছিল।
সোনারবাংলা ইন্স্যুরেন্স ১০ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস।
মাইডাস ফাইন্যান্স ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস। আগের বছর কোম্পানিটি ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
প্রভাতি ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
এশিয়া ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি একই পরিমাণ লভ্যাংশ দিয়েছিল।
এনসিসি ব্যাংক ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
রূপালী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া গ্রামীণফোণ লিমিটেড ১৩০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল।