স্টাফ রিপোর্টার : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৭ লাখ ৭৭ হাজার ৪৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। কোম্পানিটির ১৫ লাখ ১৮ হাজার ২৩৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকা।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ২২ লাখ ৫০ হাজার ৪৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৮৪ লাখ ৬০ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা।
ফরচুন সুজ তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ১১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল পলিমার, মুন্নু সিরামিক, ব্র্যাক ব্যাংক ও গ্লোবাল ইন্স্যুরেন্স।