স্টাফ রিপোর্টার : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৩ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৭ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭০ কোটি ৬১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি ১০ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তৃতীয় স্থানে থাকা আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, লাফার্জহোলসিম, এমএল ডাইং, নর্দার্ণ জুট, ওরিয়ন ইনফিউশন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, উত্তরা ব্যাংক, আমান ফিড, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ফার্মার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং।
এছাড়াও অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছ- বেক্সিমকো ফার্মা, দুলামিয়া কটন, যমুনা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, ম্যারিকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইনসাউথ টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, অগ্রণী ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ফরচুন সুজ এবং ইয়াকিন পলিমার।