স্টাফ রিপোর্টার : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর মিথুন নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.৮০ টাকায়। আর বৃহস্পতিবার, ০৩ অক্টোবর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৮.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১৮.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মিথুন নিটিং ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ১২.৫০ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৫৭ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৮.২৮ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৮.০৫ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৭.১৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৬.৯৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.৮৩ শতাংশ এবং ব্যাংক এশিয়ার শেয়ার দর ৬.৫৭ শতাংশ কমেছে।