স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের এক উদ্যোক্তা ১ কোটি ৩০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্র্ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা মাহবুবুর রহমান তার কাছে থাকা ২ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৯৬টি শেয়ারের মধ্যে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার শেয়ার তার স্ত্রী মিসেস হামিদা রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
ডিএসইর অনুমোদন সাপেক্ষে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা ঘোষণাকৃত শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।