স্টাফ রিপোর্টার : রবিবার, ১৬ জুন পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার, ১৩ জুন বে লিজিংয়ের শেয়ার দর ছিল ২১.১০ টাকায়। আর রবিবার, ১৬ জুন লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১৯.১০ টাকায়। অর্থাৎ রবিবার বে লিজিংয়ের শেয়ার দর ২ টাকা বা ৯.৪৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে বে লিজিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল এফবিএললএসএল গ্রোথ ফান্ডের ৯.৩২ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.২১ শতাংশ, এমারেল্ড অয়েলের ৮.৩৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৪ শতাংশ কমেছে।
এছাড়াও প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৫৪ শতাংশ, আইএলএফএসএলের ৬.৭২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৬.৬৯ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিমটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৬.৬৬ শতাংশ কমেছে।