১৫৩ রান তাড়ায় শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ২২ রান। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা ফরচুন বরিশাল তখন দারুণ এক জয়ের কাছাকাছি। তাদের মুঠো থেকে জয় ছিনিয়ে আনলেন আরিফুল চার ছক্কার ঝলকে। ৪ উইকেটের জয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু করল টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল জেমকন খুলনা।
প্রথম তিন ওভারে মাত্র ১২ রান দেওয়া মেহেদী হাসান মিরাজের হাতে শেষ ওভারে বল তুলে দেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দুই বল লং অনের ওপর দিয়ে ওড়ান আরিফুল। পরের বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেননি। নিজেই সেরেছেন কাজ। চতুর্থ ও পঞ্চম বলে মিড উইকেট দিয়ে দুটি ছক্কায় জিতিয়ে দেন দলকে।
অনেকটা সময় টাইমিং পেতেই ধুঁকছিলেন যিনি, শেষ পর্যন্ত ৩৪ বলে ৪৮ রান করে সেই আরিফুলই খুলনার নায়ক