স্টাফ রিপোর্টার : কক্সবাজারে অবস্থিত হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ২৩ মে সম্পন্ন হয়েছে। লটারি শেষে কোম্পানির অন্যান্য কাজ এগিয়ে নিয়েছেন কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে বুধবার, ২৬ জুন শেয়ার জমা করা হয়েছে বলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) জানায়। এরপরে শিগগিরই দেশের দুটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সংবাদ আসছে বলে জানানো হয়েছে।
কোম্পানির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কোম্পানির সিএফও মিজানুর রহমান বলেন, আমরা সব কাজ এগিয়ে নিয়েছি। আশা করছি, বিনিয়াগকারীদের শিগগিরই একটি শুভ সংবাদ জানাতে পারব। কয়েকদিনের মধ্যে এই সংবাদ আসতে পারে বলে জানান তিনি।
তবে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, জুলাইয়ের মধ্যবর্তী সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটির আইপিওতে আবেদন ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৬ মে শেষ হয়। এর আগে বিএসইসির ৬৭৬তম সভায় আইপিও অনুমোদন দেয়া হয়।
নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে দেড় কোটি শেয়ার ইস্যু করবে।
দৈনিক স্টক টাইমস -এর বিশেষ উদ্যোগে লটারির ফলাফল প্রকাশ করা হলো। দেখতে ক্লিক করুন-
4. Stock Exchange/Merchant Banker’s Code