স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ১৪ লাখ ৫৮ হাজার ৩২০ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩৯ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেপিসিএল। কোম্পানিটির ৪৩ লাখ ৩১ হাজার ২৬২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৩২ লাখ ৬১ হাজার টাকা।

বিবিএস কেবলস তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ২৭ লাখ ২১ হাজার ১৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিঙ্গার বিডি, জেএমআই সিরিঞ্জ, ব্রাক ব্যাংক, শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার, একটিভ ফাইন কেমিক্যালস, ঢাকা ব্যাংক, আল-হাজটেক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোস, গ্রামীন ফোন, ইনটেক লিমিটেড, এমএল ডায়িং, সিভিও পেট্রোকেমিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও সামিট পাওয়ার।