স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার, ২৭ জুন রাজধানীর আইডিইবি ভবনে ইন্স্যুরেন্সটির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।
৩১ ডিসেম্বর, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করেছে ইন্স্যুরেন্সটি। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়নকৃত)। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৬ পয়সা (পুনর্মূল্যায়ন ছাড়া)।
কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান, ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, সতন্ত্র পরচিালক গোলাম সারওয়ার ও হাসান রাজিব প্রধান, সিএফও এ.কিউ.এম ওয়াজেদ আলি, পরিচালক ও সেক্রেটারিসহ কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।