স্টাফ রিপোর্টার : ইস্টার্ন হাউজিংয়ের ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় মুনাফা বেড়েছে। তারপরেও কোম্পানিটির পর্ষদ আগের অর্থবছরের তুলনায় শেয়ারহোল্ডারদের কম লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে আগের বছরের ৭২ শতাংশ লভ্যাংশ প্রদান অনুপাত এ বছর কমে আসবে ৫৪ শতাংশে। বাকি ৪৬ শতাংশ কোম্পানির রিজার্ভে স্থানান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইস্টার্ন হাউজিংয়ের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৭০ টাকা। এর বিপরীতে পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এর আগের বছরের ৩.৪৮ টাকা ইপিএসের বিপরীতে ছিল ২৫ শতাংশ নগদ লভ্যাংশ। এ হিসাবে ২০১৮-১৯ অর্থবছরে ইপিএস ৬ শতাংশ বেড়েছে। আর লভ্যাংশ কমেছে ৫ শতাংশ।
কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৭০ টাকা হিসেবে মোট ৩৪ কোটি ৫৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে শেয়ারপ্রতি ২০ শতাংশ বা ২ টাকা হিসাবে মোট ১৮ কোটি ৬৭ লাখ টাকার বা মুনাফার ৫৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর বাকি ১৫ কোটি ৮৭ লাখ টাকা বা ৪৬ শতাংশ রিজার্ভে যোগ হবে।
এর আগে ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের মাঝে মুনাফার ৭২ শতাংশ লভ্যাংশ আকারে বিতরন করা হয়েছিল। বাকি ২৮ শতাংশ রিজার্ভে যোগ হয়েছিল। ৯৩ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের ইস্টার্ন হাউজিংয়ে ৪৬৮ কোটি ৯ লাখ টাকার রিজার্ভ রয়েছে।
উল্লেখ্য শনিবার, ২১ সেপ্টেম্বর ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর দাড়িঁয়েছে ৪৮.১০ টাকায়।