স্টাফ রিপোর্টার : প্রবাসী আয়ের বিপরীতে ২ শতাংশ প্রণোদনা পেতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। একজন গ্রাহক ১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি পাঠালে কাগজপত্রাদি দাখিলের জন্য আরও দশ দিন সময় পাবেন।
বুধবার, ২০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, একজন প্রবাসীর রেমিট্যান্সের উপর প্রতিবারে সর্বোচ্চ ১ হাজার ৫০০ মার্কিন ডলারের সমমূল্যের অন্যান্য বৈদেশিক মুদ্রা বা ১ লাখ ৫০ হাজার টাকার জন্য ২ শতাংশ হারে কোন প্রকার কাগজপত্র ছাড়াই প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে।
এর বেশি রেমিট্যান্স পাঠালে প্রণোদনা পেতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। এখন থেকে প্রাপক কর্তৃক কাগজপত্রাদি দাখিলের সময়সীমা ৫ কার্যদিবস থেকে বাড়িয়ে ১৫ কার্যদিবস করা হলো।