স্টাফ রিপোর্টার: ৩ ডিসেম্বর, সোমবার রেজিস্টেন্স লেভেলে বাঁধাগ্রস্থ হয়ে সূচকে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। শুটিং স্টার ক্যান্ডেল দ্বারা মাইনর রিভার্সাল বোঝালেও মার্কেট বর্তমানে সাইড ওয়েতে থাকায় ক্যান্ডেল অনুযায়ী আশান্বিত ফলাফল নাও আসতে পারে।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচক বর্তমানে ট্রেন্ড লাইনে অবস্থান করছে। আগামিতে যদি যথেষ্ট পরিমাণ বাই চলে আসে তাহলে সূচক রেজিস্টেন্স ব্রেক করে উপরে চলে যাবে। অন্যথায় সাইড ওয়েতেই চলতে থাকবে। ২০০ দিনের ওয়েটেড মুভিং এভারেজ (ডাব্লিউএমএ) কাছাকাছি থাকায় সূচক রেজিস্টেন্স ব্রেক করলেও টানা খুব বেশি উপরে উঠতে পারবেনা। মুভিং এভারেজের লাইনটি এক্ষেত্রে বাঁধা হিসেবে কাজ করবে।
এদিকে মার্কেটে ভলিউমের পরিমাণ আগের চেয়ে কিছু বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি এমএসিডি লাইনও নিচ থেকে উপরের দিকে ধাবিত হচ্ছে যা কিছুটা বুলিশ ইঙ্গিত বহন করে। তবে সেটা কতটা বুলিশ তা লং টার্মে বোঝা যাবে।
আরও দেখুন-
লেনদেনের শীর্ষে টেক্সটাইল খাতের আধিপত্য