স্টাফ রিপোর্টার : পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলসের লেনদেন আগামী মঙ্গলবার, ২১ মে থেকে শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে গত ২৫ মার্চ আইপিও লটারির মাধ্যমে পাওয়া বিনিয়োগকারীদের শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়। এবং গত ৪ মার্চ আইপিও লটারির ড্র ও ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য রানার অটোমোবাইলসের আইপিও আবেদনের সময় নির্ধারিত ছিল গত ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া গত ৬ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) ৬৬৩তম কমিশন সভায় রানার অটোমোবাইলসের আইপিও অনুমোদন দেয়।
আর গত ১০ জুলাই বুক বিল্ডিং পদ্ধতিতে ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮ টি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
কোম্পানির ৫৫ লাখ ৯৭ হাজার ১৫টি সাধারণ শেয়ার ৬৭ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট বিক্রি জন্য নির্ধারন করা হয়।
এছাড়া বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮টি শেয়ারের মধ্যে ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ৭৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হয়।
আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ণসহ নিট সম্পদ মূল্য হয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।