স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। রবিবার, ৭ জুলাই কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র পক্ষ থেকে ৪ জুলাই, বৃহন্পতিবার কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাওয়া হয়। আজ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
উল্লেখ্য,২৩ জুন থেকে ৪ জুলাই, এই ১২ কার্যদিবসে কোম্পানির শেয়ারটির দর ৭৮ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১০৯ টাকা ৩০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ৩১ টাকা ২০ পয়সা বা ৩৯ দশমিক ৯৫ শতাংশ। আর এই অস্বাভাবিক দর বৃদ্ধিতে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৯ সালে।