স্টাফ রিপোর্টার : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা কনডেন্সড মিল্কের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শেষ দিন ২৩ মে লেনদেন শেষে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ছিল ২১.৮০ টাকায়। এক সপ্তাহ পর অর্থাৎ ৩০ মে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৮.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৩.৪০ টাকা বা ১৫.৬০ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ১১.৭৬ শতাংশ, বিচ হ্যাচারির ১০.৩৩ শতাংশ, ইমাম বাটনের ৮.৩৯ শতাংশ, দুলামিয়া কটনের ৭.৬২ শতাংশ, মুন্নু সিরামিকের ৭.৪৭ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৭.৪১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ এবং সাভার রিফ্রাক্টরিজের শেয়ার দর ৬.৩১ শতাংশ কমেছে।