স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছর বাড়িয়েছে ।গতকাল অনুষ্ঠিত বিএসইসি’র ৬৫৭তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
কমিশন জানায়, বিদ্যমান মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডগুলোর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের সমান আরো একটি মেয়াদে বাড়ানো যাবে। এর জন্য ২০১০ সালের ২৪ জানুয়ারি জারি করা শর্তাবলি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের জন্য রহিত থাকবে। শর্তে বলা ছিল কোন মেয়াদি ফান্ডের মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না।
মেয়াদ বাড়ানোয় কিছু শর্ত দিয়েছে কমিশন। অতিরিক্ত মেয়াদ সহ কোন ফান্ডের মেয়াদ ২০ বছরের বেশি হতে পারবে না। তাছাড়া যেসব ফান্ড বিদ্যমান মেয়াদ শেষে আর মেয়াদ বাড়াতে না চায় তারা প্রচলিত নিয়মে রূপান্তর বা অবসায়ন করতে পারবে।
এর আগে অর্থমন্ত্রণালয় বাজারের স্বার্থ বিবেচনায় মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়াতে বিএসইসি-কে চিঠি দিয়েছিল।