স্টাফ রিপোর্টার: দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয়ে (ইপিএস) নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ৫৫ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর, ১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৭৫ পয়সা যা ৩০ জুন, ১৮ শেষে ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা। জুলাই থেকে ডিসেম্বরে এনএভি বেড়েছে ১ টাকা ১২ পয়সা।