স্টাফ রিপোর্টার : ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা মঙ্গলবার, ১৫ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নর্দার্ণ জুটের বিকাল ৩টায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বিকাল ৩টায়, সিটি ব্যাংকের বিকাল ৪টায় এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৯ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।