স্টাফ রিপোর্টার : রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ ফান্ডের ইউনিট লেনদেন ২৭ আগস্ট, মঙ্গলবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ড ১০টি হলো : ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
জানা গেছে, রেকর্ড ডেটের আগে ২৫ ও ২৬ আগস্ট ফান্ড ১০টির ইউনিট স্পট মার্কেটে লেনদেন শুরু হয়েছে। ২৭ আগস্ট ফান্ড ১০টির ইউনিট লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর আগামী ২৮ আগস্ট ফান্ডগুলোর ইউনিট লেনদেন যথা নিয়মে শুরু হবে।