স্টাফ রিপোর্টার: ৮ জানুয়ারী, মঙ্গলবার সূচকে ব্যাপক বাই প্রেশার দেখা যায়। ফলে দিন শেষে সূচক ১১৫.৫৯ পয়েন্ট বা ২.০৪% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচকে ডাবল বটম বা ডাব্লিউ প্যাটার্নের আবির্ভাব হয়েছে।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ডাব্লিউ প্যাটার্ন আপ ট্রেন্ড নির্দেশ করে। উইকলি চার্ট পর্যালোচনা করলে দেখা যায় যে মার্কেট রেজিস্টেন্সের দিকে ধাবিত হয়েছে। মার্কেটের বর্তমান সাপোর্ট ডাব্লিউ প্যাটার্নের সাপোর্ট হিসেবে কাজ করায় যতদিন মার্কেট এই সাপোর্টের উপর থাকবে ততদিন মার্কেটে আপ ট্রেন্ড বজায় থাকার সম্ভাবনাই বেশি। মার্কেটের বর্তমান রেজিস্টেন্স ৫৮৭০ লেভেলে।
আরও দেখুন-
মার্কেটে ডাব্লিউ প্যাটার্নের সম্ভাবনা