স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার (১৯,ডিসেম্বর,১৮) ব্লক মার্কেটে ৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্ট লি.। ৫ ট্রেডে কোম্পানিটির ৮ লাখ ১৩৫০০টি শেয়ার লেনদেন হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
ডিএসই জানায়, মূল্যমানের (ভ্যালূর) দিক থেকে প্রথমে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লি.। দ্বিতীয় অবস্থানে অছে মুন্নু সিরামিক লি.। তৃতীয় অবস্থানে আছে বাটা সূ লিমিটেড।