স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, ১৬ মে ব্লক মার্কেটে ৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৫১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি। কোম্পানিটির মোট ২ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এমএল ডায়িং। কোম্পানির ৭৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ড্যাফডিল কম্পিউটার লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ডরিন পাওয়ার ৫ লাখ ৫৯ হাজার, ইস্টার্ন ব্যাংক ৬ লাখ ৫০ হাজার, যমুনা ব্যাংক ৩৯ লাখ ৬০ হাজার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৪৩ লাখ ৫০ হাজার এবং এসএস স্টিল ৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।