স্টাফ রিপোর্টার : সোমবার, ২৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ১৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৭৪১টি শেয়ার ৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৪০ হাজার টাকার, ইনটেকের ৭ লাখ ৫৬ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৬ লাখ ৪২ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।