স্টাফ রিপোর্টার : ব্যংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক ফারহানা হক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফারহানা হক ব্যাংক এশিয়ার ১৮ লাখ শেয়ার কিনবে। এই উদ্যোক্তা পরিচালক আগামী ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
ব্যাংক এশিয়ার মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫১.২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩.৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪.৭৪ শতাংশ শেয়ার আছে।