স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আসছে সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো : আইসিবি ইসলামিক ব্যাংক এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের এজিএম আগামী বৃহস্পতিবার, ১১ জুলাই সকাল ১০টায় টিসিবি অডিটরিয়াম, টিসিবি ভবন, কারওয়ানবাজার ঢাকাতে এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের এজিএম একদিনে বেলা ১১টায়, নিউজ সিন্দুরপুর হল, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস, শহীদ সৈয়দ নজরুল ইসলামী স্মরণী, পুরানা পল্টন, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স শেয়ারহোল্ডাদেরর জন্য ৫ শতাংশ বোনাস ঘোষণা করে। অপর কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।