স্টাফ রিপোর্টার: ১৮ ডিসেম্বর, মঙ্গলবার সূচক ১৫.৫৮ পয়েন্ট বা ০.৩% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচক সাপোর্ট লেভেল থেকে রিট্রেস করার চেষ্টা করছে।
বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট আজ ট্রেন্ড লাইনে বাঁধাপ্রাপ্ত হয়েছে। আগামীকাল প্রচুর বাইয়ার চলে আসলে সূচক ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে উঠে যাবে। তবে ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে উঠলেও পরবর্তীতে রেজিস্টেন্স লাইনে বাঁধাপ্রাপ্ত হতে পারে মার্কেট। বিপরীতভাবে আগামীকাল সেল প্রেশার চলে আসলে সাপোর্ট লেভেলে চলে যাবে মার্কেট।
সূচকের বর্তমান রেজিস্টেন্স এবং সাপোর্ট যথাক্রমে ৫২৮০ এবং ৫২০০ লেভেলে।
আরও দেখুন-
সূচকের শক্তিশালী ডাউন ট্রেন্ড অব্যাহত