স্টাফ রিপোর্টার: ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে ২টি কোম্পানি। কোম্পানিগুলো হলো হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড এবং অ্যারামিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উক্ত সময়ে হা-ওয়েল টেক্সটাইল বিনিয়োগকারীদের ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছিলো। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা এবং এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৯ টাকা ০১ পয়সা।
এদিকে অ্যারামিট লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের ঘোষণা দিয়েছিলো। আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২০ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫০ টাকা ৭৪ পয়সা।