স্টাফ রিপোর্টার : ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লিমিটেডের শতভাগ সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেড (ইউইএল) ৫৩ মেগাওয়াট একটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে সম্পাদিত বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও বিদ্যুৎ বিক্রির চুক্তির মেয়াদ গত ২২ জুন শেষ হয়ে গেছে। তার আগেই কোম্পানিটি আরেক দফা মেয়াদ বাড়ানোর আবেদন করেছে।
বিদ্যুৎকেন্দ্রটি ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে অবস্থিত। রেন্টাল বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ ৫ বছর। তাই চুক্তির মেয়াদ নবায়নে কোম্পানির আবেদন অনুমোদিত হলে আবার ৫ বছরের জন্য প্ল্যান্টটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বিপিডিবির কাছে বিক্রি করা যাবে।