স্টাফ রিপোর্টার: বিজিআইসি ও বিআইএফসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিআইসি: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বিআইএফসি: বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ মে সন্ধ্যা সারে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।