স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি বিদায়ী অর্থছরের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৬১ পয়সা।
এদিকে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, যা আগের বছর একই সময়ে ছিল ৩১ পয়সা।
এদিকে বৃহস্পতিবার বিএসসি শেয়ারের সর্বশেষ দর ২.৩৭ শতাংশ বা ৯০ পয়সা বেড়ে দাঁড়ায় ৩৮ টাকা ৯০ পয়সায়। এদিন শেয়ার দর ৩৮ টাকা ২০ পয়সা থেকে ৩৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৩৯ টাকা ৩০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৩৮ টাকা। এদিন ৪৬০ ট্রেডে এ কোম্পানির মোট ৩ লাখ ২৯ হাজার ২৯০টি শেয়ারের লেনদেন হয়।
২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি।
১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভ ১৮৬ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০। এর মধ্যে ৫২ দশমিক ১০ শতাংশ বাংলাদেশ সরকারের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ এবং বাকি ৩৪ দশমিক ৮১ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ৬৩ দশমিক ৩৯, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ২৬ দশমিক ৫৫।