স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের সীমানায় বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতি লিমিটেডের দোকানের পেছনে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার, ২৪ জুন দুপুর আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে প্রাথমিকভাবে ও পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের পাশের ভোগ্যপণ্যের দোকানের পেছনে আগুন লাগে। ধারণা করা হচ্ছে ওপর থেকে ফেলা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুনের কারণ জানতে চাইলে ডিউটি অফিসার বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। আগুনে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।