স্টাফ রিপোর্টার : বসুন্ধরা পেপার মিলসের পর্ষদের সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সময়ে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৮ সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে পর্যালোচনা ও প্রকাশ করবে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির দ্বিতীয় প্রান্তিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৪৮ পয়সা ।