প্রতি রবি থেকে বৃহস্পতিবার পুঁজিবাজারের বিভিন্ন ইস্যু নিয়ে এনটিভি ‘মার্কেট ওয়াচ’ অনুষ্ঠানটি সম্প্রচার করে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় তার গুরুত্বপূর্ণ অংশ নিয়ে শেয়ার বিজের নিয়মিত আয়োজন ‘এনটিভি মার্কেট ওয়াচ’ পাঠকের সামনে তুলে ধরা হলো:
গতবছর ব্যাংকগুলোর ডিপোজিট রেট অনেক কম ছিল। আর ডিপোজিট রেট কম থাকায় অনেকেই ব্যাংক খাতে না ঝুঁকে পুঁজিবাজারে বিনিয়োগ করেন। এ বছর মুদ্রানীতি কঠোর হওয়াতে ব্যাংকগুলোর সুদের হার বেড়ে গেছে। ফলে অনেকেই পুঁজিবাজার থেকে টাকা তুলে ঝুঁকিবিহীন ও নিশ্চিত লভ্যাংশ পাওয়ার আশায় ব্যাংক খাতের দিকে ঝুঁকছেন, যার ফলে পুঁজিবাজার এখন নেতিবাচক ধারায় যাচ্ছে। গতকাল এনটিভির মার্কেট ওয়াচের আলোচনায় বিষয়টি উঠে আসে। অধ্যাপক ড. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এবং আইসিএবির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, এফসিএ।