স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা জনাব তোফাজ্জল হোসেন ৭ লাখ শেয়ার বিক্রি করবেন। তার মোট শেয়ার আছে ৮৪ লাখ ৭৭ হাজার ৪৭৬টি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন এই পরিচালক।
কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।