স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার এড়াতে দেশে সাধারণ ছুটি চলছে। বুধবার, ০১ এপ্রিল এই ছুটি এক দফায় বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে, আগামী শনিবার, ১১ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধির কারণে পুঁজিবাজার বন্ধের সময়সীমাও বাড়তে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার, ০২ এপ্রিল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার সরকার ১১ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ালেও ব্যাংক লেনদেনের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে লেনদেন বন্ধের সময় বাড়বে কি-না তা নির্ভর করবে ব্যাংকের লেনদেনের সিদ্ধান্তের উপর। যদি ব্যাংকে লেনদেনের সময় বেলা ১২টা পর্যন্ত থাকে অথবা ব্যাংকেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তাহলে পুঁজিবাজারে লেনদেন বন্ধ না রাখা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু যদি ৪ এপ্রিলের পর ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু হয়, তাহলে কর্তৃপক্ষ পুঁজিবাজারে লেনদেন চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।