স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস আতঙ্কে পুঁজিবাজারের ব্যাপক দর পতনের প্রেক্ষিতে আবারও নীতিনির্ধারকদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই পতন রোধ ও বাজারে স্বাভাবিক অবস্থা ফেরাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বুধবার, ১৮ মার্চ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) চেয়ার্যান ড. এম খায়রুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ওই নির্দেশনার আলোকে বিএসইসি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।