স্টাফ রিপোর্টার : নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার কেনার জন্য রবিবার, ৩ মার্চ আবেদন করা যাবে। কোম্পানিটির আবেদন জমা নেওয়ার সর্বশেষ দিনে (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সরকারি ছুটি ঘোষণা করায় সময় একদিন বাড়ানো হয়।
নিউ লাইন ক্লোথিংসের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সিটি করপোরেশনের নির্বাচনের কারণে রাজধানী ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করায় ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সব ব্যাংক বন্ধ ছিল। এ কারণে সেদিন কোনো আবেদন জমা নেওয়ার সুযোগ না থাকায় রোববার পর্যন্ত সময় বাড়ানো হয়।
প্রসঙ্গত, নিউ লাইন ক্লোথিংস আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা এবং সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০ টাকা ৫২ পয়সা।
বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে।