স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বা আইডিআরএ। এ বিষয় সংক্রান্ত ইজিএমের তারিখ ঘোষণা করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির পূর্ব নাম নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। নতুন নাম হল- ‘নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড’। কোম্পানিটি ইসলামি সরীয়াহ ভিত্তিতে বীমা ব্যবসা করতে চায় বলে এই নামকরণ।
নতুন নামকরণ সংক্রান্ত ইজিএম অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ অক্টোবর। সভাটি ইনস্টিটিউশন অব ডিপ্লমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) ভবনে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।