স্টাফ রিপোর্টার : নরফান্ডের কাছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার ৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের ৬৮৪তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার, ৩০ এপ্রিল বিএসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কয়েকটি শর্তসাপেক্ষে ব্যাংকটিকে এই শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।