স্টাফ রিপোর্টার: ২৯ নভেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে ক্যাবলস সরবরাহ সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি সই করেছে বিবিএস ক্যাবসল লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২৪ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছিল কোম্পানিটি। সেই যোগসূত্রে বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সম্পাদিত হয়। চুক্তির অনুযায়ী কোম্পানিটি ময়মনসিংহ জোনের পাওয়ার ডিস্টিবিউশন সিস্টেম ডেভলাপমেন্ট প্রজেক্টে ৫৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ক্যাবল সরবরাহ করবে। ক্যাবলের মোট দৈর্ঘ্য ৬ হাজার ৭৪৫ কিলোমিটার।
শর্ত অনুসারে, আগামী ৭ মাসের (২১০ দিন) মধ্যে এই ক্যাবল সরবরাহ করতে হবে বিবিএস ক্যাবলস লিমিটেডকে।