স্টাফ রিপোর্টার : ছোট এবং মাঝারি বা এসএমই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলধন বাড়াতে আগ্রহী হয়েছে দুই কোম্পানি। এ লক্ষ্যে কোম্পানি দুটি এমটিবি ক্যাপিটালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। কোম্পানি দুটি হলো- কৃষিবিদ সীড লিমিটেড এবং এনেক্স স্যুটস লিমিটেড।
তথ্যমতে, কৃষিবিদ সীড ১৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭ কোটি টাকা। অপরদিকে অ্যানেক্স স্যুটস ১০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির পরিশোধিত মূলধন সাড়ে ৪ কোটি টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এমটিবি ক্যাপিটালের সি্ইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং ম্যানেজার আব্দুল্লাহ সালেহ আরেফিন, কৃষিবিদ সীডসের চেয়ারম্যান মো: আলী আফজাল, কোম্পানির পরিচালক (অর্থ)সিফাত আহমেদ চৌধুরী এবং অ্যানেক্স স্যুটসের পক্ষে ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এম আজাদ। তাঁরা নিজ নিজ কোম্পানির পক্ষে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, ছোট আকারের কোম্পানির মূলধন বৃদ্ধির সুবিধার্থে গত মাসের শেষ দিকে ডিএসই’র স্মল ক্যাপ মার্কেট (এসএমই) প্লাটফরম উদ্বোধন করা হয়েছে।