স্টাফ রিপোর্টার : রবিবার, ২৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিডি অটোকার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিডি অটোকার্সের শেয়ার দর ছিল ১৯০.২০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ২০৯.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ টাকা বা ৯.৯৯ শতাংশ। এর মাধ্যমে বিডি অটোকার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.৬৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৮.৩৭ শতাংশ, মুন্নু জুটের ৭.৪৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৪৯ শতাংশ, ইনটেকের ৫.৭৬ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৫.৬৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৩৮ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৫.৩৬ শতাংশ বেড়েছে।