স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৫নভেম্বর) ৯.৯২ শতাংশ বা ৫ টাকা ৬০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
ডিএসই সূত্র অনুযায়ী,১৫ নভেম্বর শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৮০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৭২ ট্রেডে ১ লাখ ২৯ হাজার ৮৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা।
ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৫০ টাকা ৮০ পয়সা থেকে ৫৫ টাকা ৪০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৩৩ টাকা ০০ পয়সা ও সর্বোচ্চ ৭৭ টাকা ৯০ পয়সা।
লুজারে ৮.৪০ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বীতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লি.। লুজারে ৮.৩৫ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেড।

লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি., দেশবন্ধু পলিমার লি., মেঘনা সিমেন্ট মিলস্ লি., ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি , ডেফোডিল কম্পিউটারস লি., বীচ হ্যাচারি লি.।