স্টাফ রিপোর্টার : প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে অফিস-আদালত, কল-কারখানা, গণপরিবহন। দেশের সব মানুষকে বাসায় অবস্থান এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে শ্রমজীবী মানুষদের আয়রোজগার বন্ধ হয়ে পড়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। এমন অবস্থায় তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি দরিদ্রদের মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ কিছু জরুরী পণ্য বিতরণ শুরু করেছে।
রবিবার, ৫ এপ্রিল বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান দরিদ্রদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনারের হাতে খাদ্যপণ্যের প্যাকেট তুলে দেন। সংগঠনটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এভাবে প্রতিদিন ১০০ প্যাকেট খাদ্য সহায়তা দিয়ে যাবে বলে জানা গেছে।