স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার, ২০ মে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকটির প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান রেশাদুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাবার চেষ্টা করছি। ব্যাংকের মুনাফা যাতে বাড়ানো যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে। আর মুনাফা বাড়লে বিনিয়োগকারীরা এর সুফল পাবেন।
সিইও সৈয়দ মাহবুবুর রহমান শেয়ারহোল্ডারদের অভিন্দন জানিয়ে বলেন, আপনারা ব্যাংকটির প্রতি আস্থা রাখুন। গত বছর ইপিএস কিছুটা কমলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভবিষ্যতে তা আরও বাড়বে বলে আশা করছি।
সভায় শেয়ারহোল্ডাররা গত বছর ইপিএস কমায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলে এভাবে আয় কমলে বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটি সম্পর্কে আস্থার সংকট তৈরী হবে। তাই কিভাবে আয় বাড়ানো যায় সেই পরিকল্পনা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
এজিএম সভায় সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, ঢাকা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা।