স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হককে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে ব্রোকারহাউজ সিটি ব্রোকারেজ লিমিটেড।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি সকালে সিটি ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আফফান ইউসুফ রাজধানীর নিকুঞ্জে ডিএসইর প্রধান কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। সিটি ব্রোকারেজ সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানানোর সময় প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।