এবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে নিয়ালকো অ্যালয়েজের শেয়ারের লেনদেন শুরু হতে যাচ্ছে। ডিএসই’র আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ালকো অ্যালয়জকে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি সপ্তাহের মধ্যে কোম্পানিটির শেয়ার ডিএসই’র এসএমই প্ল্যটফর্মে লেনদেন চালু করার জন্য কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, শেয়ারবাজারের ইতিহাসে এটাই প্রথম এসএমই কোম্পানি, যা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগেই লেনদেন শুরু করে। তবে ওই সময় নিয়ালকো অ্যালয়েজ ডিএসই’র প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য আবেদন জানায়নি। ফলে কোম্পানিটির শেয়ারের লেনদেন সিএসইতে চালু হলেও ডিএসইতে হয়নি। তবে সম্প্রতি ডিএসই’র প্ল্যাটফর্মে আবেদন জানায় কোম্পানিটি। এরই ধারাবাহিকতায় ডিএসই তাদের এসএমই প্ল্যাটফর্মে কোম্পানিটির লেনদেন শুরু করার জন্য বিএসইসিতে আবেদন জানায়। পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে নিয়ালকো অ্যালয়েজের শেয়ারের লেনদেন ডিএসই’র এসএমই প্ল্যাফর্মে চালু করার অনুমতি দিয়েছে বিএসইসি।
বর্তমানে ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করা কোম্পানির সংখ্যা ৮টি। কোম্পানিগুলো হলো- মাস্টার ফিড এগ্রোটেক, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি, বেঙ্গল বিস্কুট, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ও কৃষিবিদ ফিড।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার বলেন, ‘ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে নিয়ালকো অ্যালয়সের শেয়ারের লেনদেন শুরু করার জন্য বিএসইসি’র অনুমতি পেয়েছি। শিগগিরই কোম্পানিটির লেনদেন চালু করার বিষয়ে কাজ চলছে।’