স্টাফ রিপোর্টার : জেনেক্স ইনফোসিসের সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড একটি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী জেনেক্স ইনফোসিস মোবাইল ডিভাইস ব্যবসা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সারাদেশে বাংলালিংকের সেলস এবং সার্ভিস পয়েন্টে মোবাইল সেবা পৌঁছে দিতে এই চুক্তি করেছে।
কোম্পানিটি গ্রাহকদের সুবিধার্থে সারাদেশে মোবাইল ব্র্যান্ড, ইলেকট্রনিক ডিভাইস, আনুসঙ্গিক এবং শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবা পৌঁছে দেবে বাংলালিংকের মাধ্যমে। কোম্পানিটি আশা করছে মোবাইল ডিভাইস ব্যবসার মাধ্যমে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আয় হবে।