স্টাফ রিপোর্টার: ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে জেনারেশন নেক্সট ফ্যশন লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০১৭-১৮ হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৫৬ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তাউহিদুল ইসলাম চৌধুরী। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যশনের এমডি রাজিব শেঠিসহ কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
২০১৭ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।